Type to search

যশোরে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত

সাহিত্য

যশোরে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত

ডেক্স রিপোট:
যশোরে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী  উদযাপিত হয়েছে। শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে অন্যতম মরণজয়ী ‘সার্বভৌম’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (৮ মে ২০২২) এ জয়ন্তী উদযাপন করা হয়।  জেলা শিল্পকলা একাডেমিসহ জেলার সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মত করে এ দিনকে উদযাপন করে।

এদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির মিলনায়নে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
শুভেচ্ছা বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম ও অশোক কুমার রায়।
আলোচক ছিলেন যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা।