Type to search

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২

জাতীয়

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর-ছুটিপুর সড়কে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোর-ছুটিপুর সড়কের এমেন্ডা বাজারের শান্তির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, যশোর-ছুটিপুর সড়কের শান্তির মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। ছুটিপুর থেকে থেকে আসা একটি ইজিবাইক যাত্রী নামানোর জন্য ট্রাকটির পিছনে দাঁড়ায়। এসময় পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাফেজা বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েককোলা গ্রামর হাবিবুর রহমানের স্ত্রী। এসময় আহত হন ইজিবাইকের চালক যশোর সদরের দূর্গাপুর গ্রামের নাসির উদ্দিন ও নিহত হাফেজা বেগমের স্বামী হাবিবুর রহমান।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।