Type to search

যশোরে র‌-বের অভিযানে  ট্রাক চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার

যশোর

যশোরে র‌-বের অভিযানে  ট্রাক চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার- যশোরে র‌্যাবের অভিযান চালিয়ে রোববার সকাল ১০টায় (০৮/০৩/২০২০ )  ট্রাক চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।

র‌্যাবের এক প্রেসবার্তায় জানা গেছে.গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে  একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর বাস টার্মিনাল পূর্ব দক্ষিন কর্নারে গাড়ী সার্ভিসিং রামপের সামনে অভিযান পরিচালনা করে আসামী- ১। মোঃইব্রাহিম(৪৪) পিতা-মৃতআবুবক্কার, সাং-বকচরহুশতলা, ২। মোঃ দেলোয়ার(২৮) পিতা-মৃতসদরউদ্দিনসরদার, ৩। মোঃনাজমুলইসলাম(২৪) পিতা-মোঃ খোকামিয়া, ৪। শরিফুলইসলাম(২২) পিতা-মোঃহাবিবুররহমানমিন্টু সর্ব সাং-হুশতলাবকচর, থানা-কোতয়ালী, জেলা-যশোরদের’কে (ক) ০১টি ট্রাক, যাহারনং-ঢাকা মেট্রো-ট-১৪-৮৯৮১, ট্রাকের চেসিস নং-৩৮৮০২১৯৫ৎ১৭৬  ইঞ্জিননং৬ইঞঅঅ৯০ঔ৬২৭৮৭৯০৬,  (খ) গ্যাসসিলিন্ডার ছোটবড় ০২টি, (গ) গাড়ীরকাটাবিভিন্ন অংশ বিশেষ (১) ০১টি ছাদেরক্যারিয়ার, (২) সামনেরগ্লাস ০১টি (৩) সিট ০১টিসহ  গ্রেফতার করা হয়। ধৃত আসামীগণ ও জব্দকৃত আলামত যশোর জেলার কোতয়ালী  থানায়  হস্তান্তর এবং ৩৭৯/৪১১/৪২৭/১০৯/৩৪ পেনাল কোডধারায় মামলা রুজু হয়েছে।