যশোরে র্যাবের অভিযানে ২০৬ (দুইশত ছয়) পিস ইয়াবাসহ ০১ (এক) জন গ্রেফতার
যশোর র্যাব-৬এর কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং২৫/০৭/২০২০ তারিখ১৬.০০ঘটিকার সময় যশোর জেলার মনিরামপুর থানাধীন দিঘীরপাড় সাকিনস্থ বাজারের পূর্ব পাশের মোঃ বাবু হোসেন এর পুকুরের দক্ষিন পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে । র্যাব জানায় আসামী মোঃ রুবেল হোসেন (২৭), পিতা- তোফাজেল মোড়ল, সাং- চাঁদগা, থানা- কেশবপুর, জেলা- যশোর’কে ২০৬ (দুইশত ছয়) পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়। এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।