Type to search

যশোরে র‌্যাবের অভিযানে ২০৬ (দুইশত ছয়) পিস ইয়াবাসহ ০১ (এক) জন গ্রেফতার

জাতীয় যশোর

যশোরে র‌্যাবের অভিযানে ২০৬ (দুইশত ছয়) পিস ইয়াবাসহ ০১ (এক) জন গ্রেফতার

যশোর র‌্যাব-৬এর কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং২৫/০৭/২০২০ তারিখ১৬.০০ঘটিকার সময় যশোর জেলার মনিরামপুর থানাধীন দিঘীরপাড় সাকিনস্থ বাজারের পূর্ব পাশের মোঃ বাবু হোসেন এর পুকুরের দক্ষিন পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে । র‌্যাব জানায় আসামী মোঃ রুবেল হোসেন (২৭), পিতা- তোফাজেল মোড়ল, সাং- চাঁদগা, থানা- কেশবপুর, জেলা- যশোর’কে ২০৬ (দুইশত ছয়) পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়। এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।

Tags: