Type to search

যশোরে র‌্যাবের অভিযানে বন্য প্রানী তক্ষকসহ ২ জন গ্রেফতার।

যশোর

যশোরে র‌্যাবের অভিযানে বন্য প্রানী তক্ষকসহ ২ জন গ্রেফতার।

 

১৬ ডিসেম্বর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পেরস্কোয়াডকমান্ডারসহকারীপুলিশসুপার সোহেলপারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলারকোতয়ালী মডেল থানাধীন সিরাজ সিংড়া মধ্যে পাড়া সাকিনস্থ পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম এর দক্ষিন দুয়ারী দুচালা টিনের ঘরের পশ্চিম পাশের্^র কক্ষের মধ্যে অভিযানপরিচালনাকরেআসামী১। মোছাঃ বিবিজান (৪০) স্বামী মোঃ রাশেদুল ইসলাম সাং সিরাজ সিংড়া মধ্যে পাড়া থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর, ২। মোঃ রাসেল হাওলাদার (১৮) পিতা মোঃ ইসমাইল হাওলাদার সাং সোলনা উত্তর পাড়া থানা বিমানবন্দর জেলা বরিশালদ্বয়’কে (ক) ০১ (এক) টি লাল রংয়ের প্লাষ্টিকের দুই ঢাকনাযুক্ত ঝুড়ির ভিতরে রক্ষিত ০১ (এক) টি বন্য প্রানী তক্ষক (ঞড়শধু এবপশড়), যাহার দৈর্ঘ্য লেজসহ অনুমান ১২.৫ ইঞ্চি, যাহার চার পা বিশিষ্ট, গায়ের রং ধুসর প্রকৃতির, (খ)। ০১ (এক) টি লাল রংয়ের প্লাষ্টিকের গামলা যা নেট সুতা দিয়ে বাধা এর ভিতরে রক্ষিত ০১ (এক) টি তক্ষক (ঞড়শধু এবপশড়), যাহার দৈর্ঘ্য লেজসহ অনুমান ৭ ইঞ্চি সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত প্রতারনার মাধ্যমে লাইসেন্স ব্যতিত বন্য প্রানী রপ্তানী করে আসিতেছে বলে জানায় ও ঘটনার সাথে জরিত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতারনার মাধ্যমে লাইসেন্স ব্যতিত বন্য প্রানী রপ্তানী করিতেছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।যশোর জেলার কোতয়ালীমডেল থানায়আসামী ও জব্দকৃত মালামালসহহস্তান্তর ও বন্য প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা (আইন ২০১২ এর ৩৪ (খ) তৎসহ পেনাল কোড ৩৩২/৩৫৩/৪২০ ধারায় মামলা দায়ের হয়েছে।

খবর বিজ্ঞপ্তির

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *