যশোরে র্যাবের অভিযানে জাল রেভিনিউ স্ট্যাম্প সহ তিন জন গ্রেফতার
মঙ্গলবার সকালে র গোপনসংবাদের ভিত্তিতে র্্যাব -৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারএর নেতৃত্বে একটিআভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল থেকে যশোরগামী হাইওয়ে রোডের পাশে কাস্টম অফিসের সামনে অভিযান পরিচালনা করে মোঃ উজ্জল হোসেন (২৪), পিতাঃ মোঃ রুহুল আমীন, সাং-নামাজ গ্রাম, মোঃ শামীম হোসেন (২৬), পিতাঃ মিজানুর রহমান, গ্রামঃ গয়রা, উভয় থানাঃ বেনাপোল পোর্ট, মোঃ কামরুজ্জামান সুমন (২৩), পিতাঃ মোঃ শামছুজ্জামান বিশ^াস, সাং রামচন্দ্রপুর, থানাঃ শার্শা, সর্ব জেলাঃ যশোরদেকে’কে (ক) ০১টি খাকি খামে জাল৯৬৪ (নয়শত চৌষট্টি) স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি লেখা আছে, সর্বমোট মূল্য ৯৬৪^২০= ১৯২৮০/- টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়েজাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসা করিতেছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।যশোর জেলারবেনাপোর পোর্ট থানায়আসামীদেরকে ও জব্দকৃত মালামালসহহস্তান্তরএবং১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫অ (ই)ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
খবর বিজ্ঞির