Type to search

যশোরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান এবং লোহার কুড়াল সহ ০১ জন গ্রেফতার

জাতীয় যশোর

যশোরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান এবং লোহার কুড়াল সহ ০১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ   যশোরে র‌্যাবের অভিযানে ইং১৯/০৮/২০২০তারিখ রাত ০২.৩০ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল নড়াইল জেলার কালিয়া থানাধীন ভোমবাগ শাকিনস্থ শ্রী রাধা রমন পাল এর উত্তর ভিটির আধাপাকা টিন শেড বসত ঘরের পূর্ব পাশের পকেট রুমের মধ্যে অভিযান পরিচালনা করে আসামী১। মোঃ আনোয়ার শেখ (২৪), পিতাঃ মোঃ আক্তার শেখ, সাং-ডোমরা, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা‘কে ০১ (এক) টি ওয়ান শুটার গান এবং ০১টি কাঠের বাটযুক্ত লোহার কুড়ালসহ হাতেনাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর এবং ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯ (অ)(ঋ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Tags: