Type to search

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

 

 

রোববার (১৯/০১/২০২০ ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন সোহাগ কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর যাত্রীবাহী বাস সোনালী পরিবহনেঅভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাসেম মিয়া (৫০), পিতা- মৃত মিন্দু মিয়া, সাং- আফরা পূর্বপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোর, ২। মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত চুন্নু মিয়া, সাং- উত্তর রায়পুর হুজু পন্ডিতের বাড়ী ০৪ নং সোনাপুর ইউনিয়ন, ওয়ার্ড নং ০৩, থানা- রায়পুর, জেলা- লক্ষীপুরদ্বয়’কে ১৩১ (একশত একত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে। যশোর জেলার কোতয়ালী মডেল থানায় আসামীদ্বয়’কে ও জব্দকৃত মালামালসহ হস্তান্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

খবর-বিজ্ঞপ্তির