Type to search

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

যশোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: যশোর সদর এর বসুন্দিয়ায় গত রোববার রাত ১১ টায় র‌্যাব-৬, সিপিসি-৩, অভিযান চালিয়ে ই্য়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। জানা গেছে, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া সাকিনস্থ খাঁনপাড়া এলাকায় নির্মানাধীন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আসিফ হাসান (২৩), পিতা- মোঃ মোজাফর বিশ^াস, সাং-আরাজি বাসুয়ারী, থানা-বাঘারপাড়া, জেলা- যশোর’কে (ক) ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু হয়েছে।