Type to search

যশোরে র‌্যাবের অভিযানে অপহৃত যুবক উদ্ধার ;  জিম্মিকারী গ্রেফতার

যশোর

যশোরে র‌্যাবের অভিযানে অপহৃত যুবক উদ্ধার ;  জিম্মিকারী গ্রেফতার

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে শুক্রবার রাতে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন কুচামোড়া সাকিনস্থ মেসার্স খালিদ বেভারেজ প্রাঃ লিঃ ফ্যাক্টরীর পশ্চিম উত্তর কর্নারে তিন তলা বিল্ডিং এর দুতলার ১ম কক্ষে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ বদিউজ্জামান মন্ডল (৩৩), পিতা- মৃত গোলাম মোস্তফা মন্ডল, সাং- পালপানি মন্ডল পাড়া, থানা- সাঘাটা, জেলা-গাইবান্ধা, এ/পি-শেখ শাহ্ জালাল, সাং- ইটগাছা পূর্ব পাড়া, পৌরসভা ওয়ার্ড নং- ০৭, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে উদ্ধার পূর্বক জিম্মিকারী আসামী মোঃ খালিদ হাসান @ শান্টু, পিতা-হাজী মোঃ কোরবান আলী, সাং- বড়বাড়ীয়া পানবাড়ী, থানা- শার্শা, জেলা-যশোর’কে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যশোর  জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং ধারা- ৩৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৮৪/৩৮৫/৩৮৭/৩৭৯/৫০৬/৩৪ বাংলাদেশ পেনাল কোর্ড আইনে মামলা  দায়ের হয়েছে।

খবর ; প্রেস বিজ্ঞপ্তির