Type to search

যশোরে র‌্যাবেরঅভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

যশোরে র‌্যাবেরঅভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া সাকিনস্থ মাহফুজ সড়কের পশ্চিম পাশের্^ বুধবার দুপুরে অভিযান চালিয়েমোঃ নেছারউদ্দিন এর নতুন বাড়ির ে তৃতীয় তলার উত্তর পাশের্^র ফ্ল্যাটের ভাড়াটিয়া মোঃ এহ্সানুল হক @ তুষার এর শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে মোঃ এহ্সান হক @ তুষার (৪২), পিতা- মোঃ গোলাম কুদ্দুস @ মুকুল, সাং- টি,বি, কিøনিক রোড, বেজপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে (ক) ২০০ (দুই শত) বোতলভারতীয় তৈরি ফেন্সিডিল, (খ) ০১ মোবাইল সেট ও সিম-০১ টি সহ গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু হয়।

খবর বিজ্ঞপ্তির