যশোরে ভৈরব নদী দখল দূষণ প্রতিরোধে নৌকা র্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত
বিলাল মাহিনী, যশোর :
যশোরে ভৈরব নদী দখল দূষণ প্রতিরোধে নৌকা র্যালি মানব বন্ধন,মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে অভয়নগরের তালতলা-আদিলপুরে ভৈরব নদী দখল দূষণ প্রতিরোধে নৌকা র্যালি,মানব বন্ধন,মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উদীচী অভয়নগর শাখার সা: সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বর্মণ পাড়া মন্দিরের সভাপতি ভজহরি বর্মণ,বন্ধুকল্যাণ ফাউন্ডেশনের মুকুল,অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সা: সম্পাদক সুনীল দাস, বাঘুটিয়া ইউপি মেম্বার শওকত হোসেন মল্লিক, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সি: সহসভাপতি আতিয়ার রহমান,সাবেক ছাত্রলীগ নেতা বিকাশ সেন,শিক্ষক শহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক মো: ওসমান,সাংবাদিক কামাল হোসেন,পিকুল ইসলাম।
বক্তারা অবিলম্বে নদীর দখল দূষণ বন্ধের দাবি জানান।