যশোরে বিচার বহির্ভুত হত্যা বন্ধের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মানব

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:-
অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরকে পিটিয়ে হত্যা দাবিতে বিক্ষোভ মানব বন্ধন অনুষ্ঠি।
বিচার বহির্ভুত সকল হত্যার বিচার এবং বিচার বহির্ভুত হত্যা বন্ধের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ (মার্কসবাদী) , বাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি আজ ১৯ আগোষ্ট বিকাল ৫ টায় দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ মানব বন্ধন করে।
বিক্ষোভ মানব বন্ধনে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সমন্বয়ক কমরেড তসলিমউর রহমান।
বক্তব্য রাখেন কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড আবুল হোসেন, কমরেড হাচিনুর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড আলাউদ্দিন।