যশোরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি-
যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্তিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এক সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও খ্রিষ্টান এইড এর অর্থয়নে নাগরিক উদ্দ্যোগের সহোযোগিতায় অগ্রণী মহিলা উন্নয় সংস্থার বাস্তবায়নে আজ বুধবার সকাল ১০টায় যশোর নীলগঞ্জ তাতীপাড়া নিজ অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রণী মহিলা উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখের, সাংবাদিক সৈয়দ রিপন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার ডিরেক্টর সানজিদা খাতুন। এসময় আরোও বক্তব্য রাখেন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার হিসাবরক্ষক অমর পাল, প্রজেক্ট অফিসার নাজনিন আক্তার, নড়াইল কালিয়া উপজেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার চিপটেইনার রোজিনা খাতুন এবং গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী শ্রাবণী। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালোনা করেন, অগ্রণী মহিলা উন্নয় সংস্থার সুপার ভাইজার জাহিদ হাসান।