যশোরে ডিবি পুলিশের অভিযানে আরো এক গ্রীলকাটা চোর গ্রেফতার
প্রেস নোট: যশোর শহরে বিভিন্ন বাড়ীতে গ্রীল কেটে, দরজা ভেঙ্গে, ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্নালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি নিয়ে যায়।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ,সুপার জনাব বেলাল হোসেন এর নির্দেশে, ওসি জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা তদন্তে নেমে গত ২৪ মে শহরের বিভিন্ন জায়গায় অভিযান করে গৃহ চোর সিন্ডিকেটের ৯ সদস্যকে গ্রেফতার করে প্রায়,১৭ ভরি স্বর্নালংকার ও নগদ ১৩৫০০ টাকা সহ স্বর্ণ গলানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।
তারই ধারাবাহিকতায় ধৃত চোর বাপ্পির দেওয়া তথ্যমতে তার সহযোগী মামুন হোসেন নিরব(২২), পিতা রবিউল ইসলাম, সাং কাজীপাড়া কাঠালতলা, থানা কোতয়ালী, জেলা – যশোরকে ২৬/০৫/২০২১ তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকার সময় পূর্ব বারান্দী মাঠ পাড়া এলাকা হইতে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে ০২ টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। তবে ল্যাপটপ ২টি মালিকানা পাওয়া যায় নাই। বাপ্পিকে পুনরায় পুলিশ রিমান্ডের আবেদন করা হইতেছে মালিক খুজে বের করার জন্য।