Type to search

যশোরে করোনা মোকাবেলায় র‌্যাবের অভিযানে ছয় দোকানে জরিমানা

যশোর

যশোরে করোনা মোকাবেলায় র‌্যাবের অভিযানে ছয় দোকানে জরিমানা

বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মারাত্মক মাহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকার এই মহামারী প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এরই পরিপ্রেক্ষিতে অদ্য অদ্য ইং ২৮/০৪/২০২০ তারিখ ১০.০০ হতে ১৪.০০ ঘটিকার পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব, যশোর এর সহায়তায় বিভিন্ন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর ক্রেতাদের কাছ থেকে বাজার মূল্য চেয়ে বেশী মূল্য নেওয়ার কারনে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১। সূর্য দিপ্ত ষ্টোরকে, এমসি নং-৯৯/২০, জরিমানা-১,০০০/-, ২। বি পি ট্রেডার্স, এমসি নং-১০০/২০, জরিমানা-৬,০০০/-, ৩। মেসার্স বজলু হাওলাদার, এমসি নং-১০১/২০, জরিমানা-১,০০০/-, ৪। আব্দুল মতিন ষ্টোর, এমসি নং-১০২/২০ জরিমানা-২,০০০/-, ৫। নিউ আমিন এন্ড সন্স ষ্টোর, এমসি নং-১০৩/২০, জরিমানা-২,০০০/-, ৬। ইয়াছিন ষ্টোর, এমসি নং-১০৪/২০, জরিমানা-১৫০০/- টাকা, মোট ০৬ (ছয়) টি দোকানকে সর্বমোট=১২,৫০০/-(বার হাজার পাঁচ শত) টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট অভিযানে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং আসামীদেরকে জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
খবর বিজ্ঞপ্তির