Type to search

যশোরে করোনা মোকাবেলায় র‌্যাবের অভিযানে আট দোকানে জরিমানা

যশোর

যশোরে করোনা মোকাবেলায় র‌্যাবের অভিযানে আট দোকানে জরিমানা

করোনা মোকাবেলার জন্য নিষেধ্যাজ্ঞা অমান্য করায় যশোরে র‌্যাবের অভিযানে আটটি দোকানে জরিমানা করে তা আদায় করা হয়। র‌্যাবের এক বার্তায় জানা গেছে অদ্য ইং ৩০/০৪/২০২০ তারিখ ১০.০০ হতে ১৪.০০ ঘটিকার পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব (০১৭১৫২১২৫৬৬), যশোর এর সহায়তায় বিভিন্ন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর ক্রেতাদের কাছ থেকে বাজার মূল্য চেয়ে বেশী মূল্য নেওয়ার কারনে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১। ঈসা ষ্টোর, এমসি নং-১০৮/২০, জরিমানা-৩,০০০/-, ২। আরিফ ষ্টোর, এমসি নং-১০৯/২০, জরিমানা-৩,০০০/-, ৩। উজ্জল মডেল ষ্টোর, এমসি নং-১১০/২০, জরিমানা-১,০০০/-, ৪। রেজাউল ষ্টোর, এমসি নং-১১২/২০ জরিমানা-৪,০০০/-, ৫। রবেয়া ষ্টোর, এমসি নং-১১৩/২০, জরিমানা-৩,০০০/-, ৬। মনিরুল ষ্টোর, এমসি নং-১১৪/২০, জরিমানা-৫,০০০/-, ৭। রিয়াজ ষ্টোর, এমসি নং-১১৫/২০, জরিমানা-১৫,০০০,/-, ৮। হাজী শাহ্ আলম ষ্টোর, এমসি নং-১১৬/২০, জরিমানা-২,০০০/- টাকা, মোট ০৮ (আট) টি দোকানকে সর্বমোট=(৩,০০০+৩,০০০+১,০০০+৪,০০০+৩,০০০+৫,০০০+১৫,০০০+২,০০০
)=৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা জরিমানা করেন। তারিখ ৩০/০৪/২০২০ ইং। মোবাইল কোর্ট অভিযানে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং আসামীদেরকে জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *