Type to search

যশোরে করোনা আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যু

যশোর

যশোরে করোনা আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যু

যশোরে জেনারেল হাসপাতালের সিনিয়র রেডিওলোজিস্ট ডাক্তার সাজ্জাদ কামাল (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যশোরে জেনারেল হাসপাতের তত্বাবধায়ক ডাঃ দিলিপ কুমার রায় ও সিভিল সার্জন ডাঃ সেখ আবু শাহীন।

যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জানান, সাজ্জাদ কামাল ছুটিতে থাকাকালীন রংপুরে নিজ বাড়িতেই করোনা আক্রান্ত হন। ৫ দিন আগে তাকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টার দিকে সাজ্জাদ কামাল মারা যান।

সূত্র, DBC বাংলা