যশোরের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন ৯ ডিসেম্বর
অপরাজেয় বাংলা ডেক্স : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির নির্বাচন আগামী ৯ ডিসেম্বর।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সংগঠনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সহ-সভাপতি ফিরোজ গাজী, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এমএ মানিক, সদস্য হানিফ ডাকুয়া প্রমুখ। সভায় ভার্চুয়ালি অংশ নেন যুগ্ম সম্পাদক এহসান উদ দৌলা মিথুন ও দপ্তর সম্পাদক গোপীনাথ দাস।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ ডিসেম্বর সংগঠনের নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব যশোরের সভাপতি, সম্পাদক ও সাংবাদিকদের দুটি ইউনিয়নের সভাপতিকে সমন্বয় করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র,সুবর্ণভূমি