Type to search

যবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় বর্ষে পদার্পণ

জাতীয় যশোর

যবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় বর্ষে পদার্পণ

যবিপ্রবি প্রতিনিধিঃ সাজ্জাদ ফয়সালঃ সত্য,সততা ও নির্ভীকতার মশালবাহী সংগঠন যবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অাজ।২০১৮ সালের এইদিনে অনানুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এই সংগঠনটি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা, বৃক্ষরোপণ ও কেককাটার মধ্য দিয়ে পালিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বুধবার বেলা ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও সাংবাদিক সমিতির নেতাকর্মীদের উপস্থিতিতে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে যবিপ্রবি স্কুল এন্ড কলেজে ফলজ ও বনজ বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কেককাটার পরবর্তী সময়ে যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি., পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. কে. এম. দেলোয়ার হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এবং জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখ । এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সহ সভাপতি কৃষ্ঞ বালা, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হোসাইন, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, অর্থ সম্পাদক সজীবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল প্রধান, কার্যনির্বাহী সদস্য আল জুবায়ের রনি, আকাশ আহমেদ, জহুরুল ইসলাম, জোবায়ের হাসান, বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রফার রাজিব মন্ডল ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেমের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন- বিএনসিসি, রোটার‌্যাক্ট ক্লাব, সহায়ক, বিবর্তন, ডিবেট ক্লাব, উৎকর্ষ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, ফটোগ্রাফিক সোসাইটি, সিনেপ্রজন্ম, রোবো সোসাইটি, হাল্ট প্রাইজ, জাস্টমুনা, সেডরো সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়।

Tags: