ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী
ময়মনসিংহ প্রতিনিধিঃ সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার ২৪মে বিকালে ইসলামিক সেন্টার রোড,সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় অফিসে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদত জাহাঙ্গীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশে দাঁড়াও সংগঠনের চেয়ারম্যান জহির সরকার।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক।অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো:রবিউল ইসলাম হৃদয়,উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস,এম,এ,আব্দুল কাদের,দপ্তর সম্পাদক রহমত উল্লাহ তুহিন সহ ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ।আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ত্রিশাল উপজেলার সাধারণ সম্পাদক রনি তালুকদার,অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজী ,সাংবাদিক মমিনুল ইসলাম মুমিন( বাংলাদেশ টুডে)দৈনিক ভোরের অপেক্ষা প্রতিনধি ফাতেমা শবনম,দেশ রিভিউ পএিকা প্রতিনিধি মাহমুদুল হাসান সজীব প্রমুখ,শরিফুল ইসলাম শরিফ,কবি বাদল,আল-জুবায়ের,আব্দুল আহাদ। অনুষ্ঠানে বক্তারা একতাবদ্ধ হয়ে মানবতার সেবায়,সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।