Type to search

মুক্তেশ্বরী ফোকলোর লাইব্রেরি ও আর্কাইভ যাত্রা শুরু

অভয়নগর

মুক্তেশ্বরী ফোকলোর লাইব্রেরি ও আর্কাইভ যাত্রা শুরু

অভয়নগর প্রতিনিধি:
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মুক্তেশ্বরী ফোকলোর লাইব্রেরি ও আর্কাইভ। জলাবদ্ধ ভবদহ এলাকার কুলটিয়া গ্রামে গতকাল সোমবার সকাল দশটায় লাইব্রেরি ও আর্কাইভটির শুভ উদ্বোধন করা হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক ও চারণ কবি রণজিৎ বাওয়ালী আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি ও আর্কাইভটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। মশিয়াহাটি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা লাইব্রেরিয়ান নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তেশ্বরী ফোকলোর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনুপম হীরা মন্ডল, মুক্তেশ্বরী ফোকলোর ইন্সটিটিউটের সহকারী পরিচালক অধ্যাপক সিন্ধুভূষণ মন্ডল, মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক চৈতন্য কুমার পাল, স্বদেশ বিশ্বাস, প্রদীপ রায়, উদয় বিশ্বাস প্রমুখ। লাইব্রেরিটিরি পৃষ্ঠপোষক ড. অনুপম হীরা মন্ডল বলেন,‘ আপাতত দুই সহ¯্রাধীক বই নিয়ে লাইব্রেরিটি যাত্রা শুরু করছে। পাঠকদের চাহিদা বিবেচনায় এখানে সবধরণের বই রাখা হবে। স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরাও তাদের পাঠ্যসুচিতে থাকা বই এখানে পড়তে পারবে।’