Type to search

মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪ 

আন্তর্জাতিক

মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪ 

শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে এই হতাহতের ঘটনা ঘটলো।

স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ে, ইয়াঙ্গুন, ইনসেরিন, লাসিও, বাগোসহ বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান দেশটিতে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এদিকে, সামরিক জান্তা হত্যা অব্যাহত রাখলে তার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং দেশটিতে আবারও নির্বাচন দেয়ার অঙ্গীকার করেন। জান্তা সরকার মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি।

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, দাবি আদায় করতে স্থিতিশীলতা ও নিরাপত্তায় প্রভাব ফেলে এমন সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। সূত্র, DBC বাংলা