Type to search

মানবিক সংকটের মুখে পড়তে পারে লেবানন: জাতিসংঘ

আন্তর্জাতিক

মানবিক সংকটের মুখে পড়তে পারে লেবানন: জাতিসংঘ

অনলাইন ডেস্কঃ  বৈরুতের বিস্ফোরণে লেবাননে মজুদ খাদ্যের ৮৫ শতাংশই ধ্বংস হয়েছে।

বৈরুতে রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর লেবানন মানবিক সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবারের ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। আহত পাঁচ হাজারের বেশি। এছাড়া গৃহহীন হয়েছে তিন লাখ মানুষ।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, বৈরুতের বিস্ফোরণে লেবাননে মজুদ খাদ্যের ৮৫ শতাংশই ধ্বংস হয়েছে। বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সরবরাহ ব্যাহত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া জিনিসপত্রে দামও বাড়বে। ওই বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে চারটি হাসপাতাল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, লেবানের স্বাস্থ্য সেবা একেবারেই ভেঙে পড়েছে। এ ঘটনায় দেশের বাইরের কোন সন্ত্রাসীগোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন লেবানন প্রেসিডেন্ট মিশেল আউন। তবে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *