Type to search

মাদ্রিদের সাড়ে আট লাখ মানুষ আবারো লকডাউন নিষেধাজ্ঞায়

আন্তর্জাতিক

মাদ্রিদের সাড়ে আট লাখ মানুষ আবারো লকডাউন নিষেধাজ্ঞায়

অনলাইন ডেস্কঃ করোনা সংক্রমণ বাড়ায় মাদ্রিদ আবারো লকডাউন নিষেধাজ্ঞায়।

ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্পেনের রাজধানী মাদ্রিদের সাড়ে আট লাখের বেশি মানুষ আবারো লকডাউনের নিষেধাজ্ঞায় পড়ছে। সোমবার থেকে মাদ্রিদের বাসিন্দাদের ভ্রমণে সতর্কতা শুরু হবে।

ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনেই করোনা শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি। ফ্রান্সের অর্থমন্ত্রীসহ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় তিন হাজার। যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে কঠোরভাবে লকডাউন মেনে চলার জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আবারো লকডাউন দিতে না চাইলেও করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্যে নতুনভাবে বিধিনিষেধ অপরিহার্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এদিকে, ২১শে সেপ্টেম্বর থেকে বেলারুশ, কিরগিজস্তান ও কাজাখস্তানের সঙ্গে আর ২৭ শে সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার বিমান চলাচল শুরু হবে। বিশ্বে করোনায় শনাক্ত তিন কোটি ছয় লাখ, সুস্থ দুই কোটি ২৩ লাখ। আর মারা গেছে নয় লাখ ৫৬ হাজার।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *