Type to search

মাগুরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি এনামুলকে গ্রেফতার করে র‍্যাব-৬, যশোর ক্যাম্প।

অপরাধ

মাগুরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি এনামুলকে গ্রেফতার করে র‍্যাব-৬, যশোর ক্যাম্প।

 

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : মাগুরা শালিখা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুলকে আটক করে র্যাব- ৬,যশোর ক্যাম্প। চৌগাছা থানার মামলা নং- ০৫, তারিখ- ১৯ ডিসেম্বর ২০১১। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী এনামুল (৪২) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ১৬/০৭/২০২৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। র্যাব -৬ যশোর সুত্রে জানা যায়,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য ১৬ সেপ্টেম্বর রাত দশটার দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এনামুল (৪২) মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত এগারোটার দিকে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাগুরা জেলার কেচুয়াডুবি গ্রামের মৃত বাহাদুর মোল্যার পুত্র এনামুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ১৯ ডিসেম্বর ২০১১ সালে বিপুল পরিমান হেরোইন সহ যশোর জেলার চৌগাছা থানাধীন কাবিলপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে যশোর চৌগাছা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামী ৭ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী’কে যশোর কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।