মাগুরায় র্যাব সিপিসি’র অভিযানে ইয়াবা সহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি- র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি মারফতে জান গেছে, বৃহস্পতি বার রাত ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে মাগুরা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।১৩ ডিসেম্বর ১২:০০ ঘটিকার সময় মাগুরা জেলার সদর থানাধীন কাটাখালী গ্রামস্থ তিন রাস্তার মোড় জনৈক জিতিশ বিশ্বাসের মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল লস্কর (২৫), পিতা- মোঃ আইনউদ্দিন লস্কর, সাং-দূর্ঘাপুর, থানা- শ্রীপুর, জেলাঃ মাগুরাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৫০ পিচ ইয়াবা, ০১ টি মোবাইল সেট এবং ০১টি সীম কার্ড উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।