Type to search

মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপরে ব্রিজের পরিবর্তে এখনো বাঁশের সাকো। তাও ভেঙ্গে ১২ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

কেশবপুর

মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপরে ব্রিজের পরিবর্তে এখনো বাঁশের সাকো। তাও ভেঙ্গে ১২ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
 যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের স্রোতে ভেসে আসা শেওলার চাপে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি সাগরদাঁড়ির মধুপল্লী সংলগ্ন কপোতাক্ষ নদের উপর নির্মিত বাঁশের সাকোটি ভেঙ্গে গেছে। ফলে দু’পাড়ের ১২ টি গামের মানুষ যাতায়াতের জন্য চরম বিপাকে পড়েছে। গত এক সপ্তাহ পার হয়ে গেলেও সাঁকোটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঐ স্থানে ব্রিজ নির্মাণ করা হলে সাগরদাঁড়িতে পর্যাটন শিল্পের বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে।
   জানা গেছে,  কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ির মধুপল্লী সংলগ্ন ডাকবাংলোর পার্শে বাঁশের সাকোটি গত ২ সেপ্টেম্বর ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তালা উপজেলার সাথে কেশবপুর উপজেলার ১০/১২ টি গ্রামের মানুষের। সাগরদাঁড়ি বাজারের কলারোয়া উপজেলার মানুষের আসা যাওয়ায় চরম বিপাকে পড়ছে। দীর্ঘদিন দু’পাড়ের মানুষ ওই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছে। এখন তাদের জরুরি প্রয়োজনের ঝুঁকি নিয়ে জনগণকে নৌকায় পারাপার হতে হচ্ছে। সাগরদাঁড়ি গ্রামের সংস্কৃতিক কর্মী আব্দুর সাত্তার  বলেন, অতীতে বহু বার সাঁকো টি ভেঙ্গে পড়ায় এলাকার লোকজন মিলে মেরামত করেছে । জরুরি ভাবে সাগরদাঁড়ি ও কলারোয়া উপজেলার ১০/১২ টি গ্রাম বাসীর সুবিধার কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকা বাসী। ঐ স্থানে ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসী যুগযুগ ধরে করে আসলেও আজও ব্রীজ নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি।