Type to search

মনিরামপুর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আ,লীগ নেতা আটক

মনিরামপুর

মনিরামপুর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আ,লীগ নেতা আটক

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে
বাবর আলী বাবু নামের এক আওয়ামিলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক বাবর আলী উপজেলার হরিহরনগর ইউপির নয় নম্বর অয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
অভিযোগ সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী কৃষকের শিশু কন্যা অন্য শিশুদের সাথে বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে বাবর আলী ওই শিশুকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে বাবর আরী পালিয়ে যায়। খবর পেয়ে রাতে পুলিশ বাবর আলীর বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে মামলা করলে। পুলিশ মামলা রুজু করে আজ দুপুরে বারব আলীকে আদালতে প্রেরন করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ধর্ষন চেষ্টার ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে মামলা করেন। মামলা রুজু করে আজ দুপুরে বাবর আলীকে আদালতে প্রেরন করা হয়েছে।