মনিরামপুরে র্যাবের অভিযানে ৪শ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোটার[: র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এবং স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার বিকাল চারটায় যশোর জেলার মনিরামপুর থানাধীন হানুয়ার বটতলার মোঃ বেল্লাল হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবেল হোসেন (২০), পিতা- ইউনুছ আলী, সাং-খেদাপাড়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর‘কে ৪০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৮ (ক), ১৯ (ক) ধারায় মামলা দায়ের হয়েছে।