Type to search

মনিরামপুরে র‌্যাবের অভিযানে ২১৬পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

মনিরামপুরে র‌্যাবের অভিযানে ২১৬পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাজেয় বাংলা ডেক্স- যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে ২১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী এনামুল হোসেন ব্যপারীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
র্যাবের স্কোয়ার্ড কমান্ডার মো: শাহিনুর ইসলাম স্বাক্ষরিত,এক প্রেস বার্তা মারফতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার মনিরামপুর থানাধীন বিজয়রামপুর সাকিন¯’ কেশবপুর গামী রাস্তার পূর্বে তালতলা মোড় বালিয়া ডাঙ্গা কলেজ রোডের সম্মুখ রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ এমামুল হোসেন বেপারী (২৩), পিতাঃ মোঃ আব্দুল মজিদ বেপারী, সাং-বিজয় রামপুর, থানা- মনিরামপুর, জেলা-যশোর‘কে (ক) ইয়াবা-২১৬ পিস, (খ) মোবাইল-০১ টি, (গ) সীম-০১ টি সহ হাতে-নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকারী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসার ফলে এলাকার উঠতি বয়সের যুবকদের মাদকের ছোবলে অনেকেই মাদকাসক্তির ফলে তাদের পরিবারের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার এহেন গর্হিত সমাজ বিরোধী কর্মকান্ডের কারনে সমাজের যুব সমাজ হুমকির মুখে পড়েছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে ধৃত করে আইনামলে আনার জন্য অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণি ক্রমিক ১০ এর (ক) ধারায় যশোর জেলার মনিরামপুর থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য সোর্পদ করা হয়েছে।