Type to search

মণিরামপুর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

যশোর

মণিরামপুর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী’র পুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, আব্দুল কুদ্দুস, পৌর যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, হাবিবুর রহমান রনি, যুবলীগ নেতা সুমন দাস, পলাশ ঘোষ, আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি, সাজ্জাত হোসেন ও হাসান প্রমূখ।