মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম.এ রাজ্জাকের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এম, এ রাজ্জাক স্যারের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার আছরবাদ প্রেসক্লাব হলরুমে আয়োজিত স্মৃতিচারণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় মরহুমের স্মরণে আলোচনা করেন প্রেসক্লাবের সহসভাপতি জি, এম ফারুক আলম, প্রভাষক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সিনিয়র সাংবাদিক মরহুমে জ্যেষ্ঠপুত্র মোঃ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, জাহাঙ্গীর আলম, ডা: এস রহমান প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ সেলিম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, প্রচার সম্পাদক আবু বক্কার সিদ্দিক, নির্বাহী সদস্য মনোয়ার উদ্দীন আহমেদ, গীতারানী কুন্ডু, সাবেক প্রচার সম্পাদক হারুণ অর রশিদ, সদস্য রাহাত আলী, উজ্জ্বল কুমার রায় প্রমূখ। আলোচনসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।