মণিরামপুরের হরিদাসকাটিতে ১৪তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত-

ভ্রাম্যমান প্রতিনিধি:
মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের আঠোরোপাকিয়া পাড়ার বজলে মোড়ে গতকাল গ্রাম বাসীর আয়োজনে অনুষ্ঠিত হলো ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিল। বিশিষ্ট সমাজ সেবক আল্হাজ্ব মো: মোকছেদ আলি গাজীর সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম। দ্বিতীয় বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্হাজ্ব হযরত মাওলানা ডা: কেএম রায়হানউল হক। ওয়াজ মাহ্ফিলে আরও উপস্থিত ছিলেন গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, মোঃ খোরশেদ আলম, ইউপি সদস্য গৌতম হালদার, বিশিষ্ট সমাজ সেবক আঃ ছাত্তার গাজী, কামাল হোসেন, আঃ খালেক, কাদের গাজী, জামির গাজী, আরজান সরদার, শাহবুদ্দিন কবির প্রমূখ।