ভোরের কাগজের বিরুদ্ধে মামলা করায় অভয়নগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি ঃ কুমিল্লায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে যশোরের অভয়নগর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পাল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা সমকাল প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, উপদেষ্টা ভোরের কাগজের নওয়াপাড়া প্রতিনিধি এস এম রফিকুল আলম, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, আতিয়ার রহমান, মিঠুন দত্ত, প্রিয়ব্রত ধর, সৈয়দ আরাফত হোসেন তাজ, আঃ হালিম, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা ভোরের কাগজের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, ভোরের কাগজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি পত্রিকা। এই পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের মত প্রতিথযশা সাংবাদিকের বিরুদ্ধে মানহানী মামলা সাংবাদিকতার কন্ঠরোধ করার একটি অপচেষ্টা মাত্র। বক্তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবাদিকরা ।