Type to search

ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার

সাতক্ষীরা

ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি।
ভারতে পাচারের চেষ্টাকালে ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার হয়েছে।
সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬শ’ গ্রাম ওজনের
৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামের এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা। শুক্রবার (১৭
মার্চ) বিকেলে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা শুক্রবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন
এলাকায় অভিযান চালিয়ে শুভংকর কুমার পালকে গ্রেফতার করে। এসময় তার দেহ
তল্লাশী চালিয়ে ৬শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাজরিহা হোসাইন বলেন, শুভংকর কুমার পাল পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অবস্থান করছিল। কাস্টমসে ঢোকার পূর্ব মুহূর্তে যশোর শুল্ক
গোয়েন্দা শাখার কর্মকর্তারা ৬টি স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান,
ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতারের খবর শুনেছেন কিন্তু এখনও থানায় কোন খবরাখবর দেয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *