ভৈরবনদে আবারো কয়লা বোঝাঁই জাহাজ ডুবি
চৈতন্য কুমার পাল: মাত্র কয়েক দিনের ব্যবধানে ভৈরব নদের নওয়াপাড়া আরো একটি কয়লা বোঝাঁই কার্গোজাহাজ ডুবি ঘটনা ঘটলো। আজ সোমবার দুপুরে এমভি মুসা ইব্রাহিম নামের জাহাজ(কার্গো)টি যশোরের অভয়নগর উপজেলায় রাজঘাট এলাকার ভৈরবনদে কয়লাভর্তি এ জাহাজ ডুবে যায় । জাহাজে ৩৫০ মেট্রিক টন কয়লা ছিল বলে জানা গেছে। জাহাজের সাথে নদের তলদেশে আঘাত লাগার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ২৭ মার্চ উপজেলার ভৈরবনদের রাজঘাট এলাকায় মেসার্স সাহারা গ্রুপের ঘাটে একই এলাকায় ৮৩০ মে.টন কয়লা নিয়ে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ নামের কয়লাবোঝাই জাহাজ ডুবে যায়।
জানা গেছে, বসুন্ধরা গ্রুপের (আফ্রিকা থেকে আমদানীকৃত) ৩৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি মুসা ইব্রাহিম জাহাজটি গত ১৪ এপ্রিল মোংলা থেকে কয়লা বোঝাই করে নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। গত ১৫ জানুয়ারী জাহার্জাটি উপজেলার রাজঘাটের বিভাগদি এলাকায় নোংগর করে। আজ সোমবার দুপুর ২টার দিকে জাহাজটির তলাদেশ ফেঁটে পানি উঠতে থাকে। বিকাল সাড়ে পাঁচটার দিকে জাহাজটি সম্পূর্ণ তলিয়ে যায়।
এম ভি মুসা ইব্রাহিমের মাষ্টার শহিদুল ইসলাম বলেন,‘ মোংলাবন্দর থেকে ৩৫০ মে.টন কয়লা নিয়ে আসা জাহাজটি রাজঘাটে ৩ দিন নোঙ্গর করে ছিল। আজ দুপুরে কার্গোটিতে পানি উঠতে শুরু করে।ধারণা করছি নদের সাথে আঘাত লেগে কার্গোর তলদেশ ফেটে এমন পরিস্থিতি হয়েছে। বিকাল সাড়ে পাঁটার দিকে জোয়ারের পানিতে জাহাজটি ডুবে যায়। তনে কী পরিমান ক্ষতি হয়েছে বলতে পারছি না।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,‘জাহাজ ডুবির কথা শুনেছি। তবো কোন লিখিত অভিযোগ পাইনি।