Type to search

ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গুতে দশ দিনে ৪০ শিশুসহ ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গুতে দশ দিনে ৪০ শিশুসহ ৫৩ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: ভারতের উত্তর প্রদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজ্যটির ফিরোজাবাদ জেলায়। গেল ১০ দিনেই জেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪০ জনই শিশু।

রাজ্যের হাসপাতালগুলো ডেঙ্গু রোগিতে পূর্ণ হয়ে গেছে। অনেক হাসপাতাল নতুন রোগি নেয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ আত্মীয় স্বজনদের। একই শয্যায় রাখা হচ্ছে একের অধিক মানুষকে। শুধু ফিরোজাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ভর্তি রয়েছেন ৫শ ৪০ জন শিশু।

এরই মধ্যে ব্ল্যাড ব্যাংক গুলোতে দেখা দিয়েছে রক্তের সংকট। রাজ্যটির মথুরাসহ অন্যান্য অংশেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। উত্তর প্রদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও। শিশুসহ সাধারণ মানুষের মৃত্যুতে বিরোধী দলগুলো রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তীব্র সমালোচনা করেছেন। সূত্র,ডিবিসি নিউজ