Type to search

ভবদহে পানিবন্দি জীবন থেকে পরিত্রাণের দাবিতে আত্মাহুতির হুমকি  

অন্যান্য

ভবদহে পানিবন্দি জীবন থেকে পরিত্রাণের দাবিতে আত্মাহুতির হুমকি  

  • ভবদহে পানিবন্দি জীবন থেকে পরিত্রাণের দাবিতে আত্মাহুতির হুমকি
    অভয়নগর প্রতিনিধি
    ভবদহ পানিবন্দি জীবন থেকে পরিত্রাণ, দুর্গত এলাকা ঘোষণা,এনজিও কিস্তি আদায় তিন মাস বন্ধ রাখা, কৃষি ও মৎস্য ঋণের সুদ মওকুফ এর দাবিতে এলাকার দুইজন নারী আত্মাহুতির হুমকি দিয়েছেন। এলাকার সামাজিক সংগঠন অপরাজেয় সামাজিক পরিষদের আয়োজনে শনিবার বিকালে অভয়নগর উপজেলার ধোপাদী (দক্ষিণ পাড়া) গ্রামে ডুমুরতলা সড়কে পানির মধ্যে অনুষ্ঠিত মানববন্ধনে দাড়িয়ে তারা এ আত্মাহুতির হুমকি দেন।
    আত্মহুতির ঘোষণা দেওয়া নারীরা হলেন ওই গ্রামের মৃত নাসির মোল্যার স্ত্রী মমোতাজ বেগম(৪৮) ও মনোরঞ্জন দাসের স্ত্রী কৌশুল্লা দাস(৬০)।
    এলাকার শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপী পানির মধ্যে দাড়িয়ে এ মানবববন্ধ করেন। মানববন্ধনের বক্তব্য রাখেন অপরাজেয় সামাজিক পরিষদের সভাপতি শিক্ষক সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, কমিটির কর্মকর্তা আব্দুস ছামাদ আজাদ,আবুল কালাম সরদার, রকিবুল হাসান রাসেল, ইকরাম হোসেন,হাসান আলী সরদার, আব্দুল খালেক সরদার, শফিকুল ইসলাম খান, অঞ্জন কুমার বাবলু, চন্দন দত্ত, সাকিবুল হাসান প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, আড়াই মাস যাবৎ এলাকাবাসী পানিতে ডুবে মানবেতর জীবন যাপন করছেন। তাদের ফসলের ক্ষেত, মাছের ঘের ডুবে গেছে। এলাকায় কোন কাজ নেই, মানুষ বেকার বসে আছে।অনেকে অর্ধহারে অনাহারে জীবন কাটাচ্ছে। এর মধ্যে এনজিওরা ঋণের কিস্তি আদায়ে চাপ দিচ্ছে। এ অবস্থায় তিন মাস কিস্তি আদায় বন্ধ রাখা, কৃষি ও মৎস্য ঋণের সুদ মওকুফ ও জলাবদ্ধ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান তারা।