ভবদহে কিস্তি বন্ধের দাবিতে যত আন্দোলন হচ্ছে তত এনজিও চাপ বাড়ছে
শামছুজ্জামান মন্টু, সুন্দলী
ভবদহ জলাবদ্ধ এলাকায় অসহায় মানুষেরা এনজিওর কিস্তি বন্ধের দাবিতে মানববন্ধন দাড়িয়ে বলেন, এনজিওর বিরুদ্ধে যত আন্দোলন হচ্ছে ততবেশি কিস্তি আদায়ে চাপ বাড়ছে। রবিবার বিকালে সুন্দলী বাজারে শত শত পানিবন্দি নারী পুরুষ ঘন্টা ব্যাপী নওয়াপাড়া -মনিরামপুর সড়কে দাড়িয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে দাড়িয়ে পানিবন্দি অসহায় কৃষক নিউটন ধর বলেন, আমরা যত মানব বন্ধন করছি এনজিওরা কিস্তির টাকা আদায়ে তত বেশি কঠোর হচ্ছে। তিনি গ্রামীণ ব্যাংক ও আদদীন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। এনজিও কর্মীরা বলেছেন, তুমি মর-বাঁচো যে কোন মূল্যে কিস্তি দিতে হবে।
গৃহবধূ শান্তিলতা বলেন, আমাদের বাড়ি ঘর, ফসলের ক্ষেত, মাছের ঘের ডুবে গেছে। ঘরে খবার নেই আমরা বার বার কিস্তি বন্ধের জন্য মানববন্ধন করছি কিন্তু এনজিওরা তা মানছে না। যতদিন কিস্তি বন্ধ না হবে ততদিন আমরা আন্দোলন করে যাবো। জগোদ্দিশ চন্দ্র বলেন, এনজিওরা কিস্তির টাকা না দিলে বাড়ি থেকে নামছে না।
এলাকার সামাজিক প্রতিষ্ঠান অপরাজেয় সামজিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাস্টার সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, সংগঠনের নেতা আব্দুল কালাম, হাসান আলী সরদার, আব্দুল খালেক সরদার, অঞ্জন কুমার বাবলু, শফিয়ার রহমান মোল্যা, আব্দুস ছামাদ আজাদ, রকিবুল হাসান রাসেল, ইকরাম হোসেন, শফিয়ার রহমান খান, সাকিব হোসেন, শিক্ষক পুরাঞ্জন বিশ^াস, অশোক বিশ^াস, বিএনপি নেতা পরিমল মন্ডল প্রমুখ। বক্তরা অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কার করে পানি নিষ্কাশনের গুরুত্ব দেন। এ ছাড়া ভবদহে টিআরএম বাস্তবায় ও এলাকাকে দুর্গত ঘোষণার জন্য সরকারের কাছে আহবান করেন।