Type to search

ভবদহে কিস্তি আদায় অবশেষে বন্ধ হলো

অভয়নগর

ভবদহে কিস্তি আদায় অবশেষে বন্ধ হলো

ভবদহে কিস্তি আদায় অবশেষে বন্ধ হলো
শেখ আতিয়ার রহমান, নওয়াপাড়া অফিস
অবশেষে বন্ধ হলো ভবদহ এলাকায় এনজিও ঋণের কিস্তি আদায়। এলাকাবাসীদের সাথে নিয়ে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান অপরাজেয় সামাজিক পরিষদ ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আন্দোলনের প্রেক্ষিতে গত ১১ নভেম্বর সরকারি প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কিস্তি আদায়ে বন্ধ করার আদেশ জারি করেছেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহকারি পরিচালক মো: হুমাযূন কবির স্বাক্ষরিত এক পত্র মারফতে জানা গেছে, যশোর জেলার সদর, অভয়নগর,মনিরামপুর ও কেশবপুর উপজেলায় দীর্ঘদিন জলাবদ্ধত্ সৃষ্টি হওয়ায় সেখানে ভয়াবহ মানবিক বিপর্যায়ের সৃষ্টি হয়েছে। আর্থিক ও সামাজিক ভাবে সর্বশান্ত হওয়ায় সেখানকার মানুষগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণের কিস্তি সঠিক সময়ে পরিশোধ করতে পারছেনা। এবং নতুন করে ঋণ গ্রহণ করতে পারছে না। সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় এ সমস্যা প্রকট আকার ধাারণ করেছে।
মানবিক বিপর্যায়ের বিষটি বিবেচনায় নিয়ে সময়সীমা বৃদ্ধি ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সংশ্লিষ্ট এনজিও’র নির্বাহী প্রধানকে এ আদেশে জারি করা হয়েছে।আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্মা সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নিবন্ধনকৃত প্রতিষ্ঠান বন্ধু কল্যাণ সংস্থার সহকারি পরিচালক এসএম ফারুক হোসেন বলেন, ‘আদেশের কপি হাতে পেয়ে আমরা কিস্তি আদায় করা বন্ধ করে দিয়েছি। এ ছাড়া আমি নিজ হাতে আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৌছে দিয়েছি। এর পরও যদি কোন এনজিও কিস্তি আদায় করতে যায় তাদের সরকারি আদেশ নামা দেখালে কর্মীরা ফিরে আসতে বাধ্য হবে।’