Type to search

ভবদহের বিল খুকশিয়ায় স্লুইস গেটের পাশ থেকে পলি অপসারণের কাজ শুরু

যশোর

ভবদহের বিল খুকশিয়ায় স্লুইস গেটের পাশ থেকে পলি অপসারণের কাজ শুরু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে –
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ার ¯øুইসগেটের সামনে শ্রীহরি নদীতে ১ কিলোমিটার পলি পড়ায় সুফলাকাটি, কালিচরণপুর, মনোহরনগর, বাগডাঙ্গা, পাঁজিয়া, হদ-সহ কেশবপুর ও মনিরামপুর উপজেলার ২৭টি বিলের পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হওয়ায় ইরি-বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি নিষ্কাশন করে ইরি-বোরো চাষাবাদ করার লক্ষে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ এর আহবানে উপজেলার কাটাখালি বাজারে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদকে আহŸায়ক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মনিরামপুর উপজেলার ১৭নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান, ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার ও ১৩ নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীকে যুগ্ম-আহŸায়ক নির্বাচন করে ১০১ সদস্য পানি নিষ্কাশন কমিটি গঠন করা হয়। কমিটি তাৎক্ষণিক খুকশিয়ার ¯øুইসগেট নিয়ন্ত্রন করা, পলি অপসারণের লক্ষে একটি স্কেভেটর মেশিন আনা, খাল সমূহে পাটা ও নেট মুক্ত রাখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
পানি নিষ্কাশন কমিটি সিদ্ধান্ত মোতাবেক স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রম গতকাল সকালে শুরু হয়েছে। পানি নিষ্কাশন কমিটির আহŸায়ক সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিল খুকশিয়ার ¯øুইজগেটের সামনে শ্রীহরি নদীতে ১ কিলোমিটার পলি করা হলে উক্ত ২৭ বিলের পানি নিষ্কাশিত হবে এবং ইরি-বোরো চাষাবাদ করা সম্ভব হবে।