Type to search

বেসরঃকলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের “বিশ্ব শিক্ষক দিবস-২০২১” পালন

অভয়নগর

বেসরঃকলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের “বিশ্ব শিক্ষক দিবস-২০২১” পালন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
 আজ ৫ অক্টোবর২০২১, বিশ্ব শিক্ষক দিবস।”শিক্ষার পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক”এ প্রতিপাদ্যকে সামনে নিয়েই   বিশ্বের অন্যসব দেশের মতন বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠনও আজ  বিভিন্ন কর্মসূচি পালন করছে।আজ এ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটিও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবরে একটি  স্মারকলিপি প্রদান  ও খুলনাস্থ অস্থায়ী কার্যালয়ে  একটি  অালোচনা সভার আয়োজন করে । সংগঠের সভাপতি মোঃমনিরুল ইসলাম (দায়িত্বপ্রাপ্ত)ও সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল স্বাক্ষরিত স্মারকলিপিতে সংগঠনের পক্ষে  মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক তাঁর সরাসরি  হস্তক্ষেপে বেসরঃকলেজের ২৯বৎসরের ননএমপিও শিক্ষকদের অর্থনৈতিক মুক্তি প্রত্যাশা করা হয় ।এছাড়া সংগঠনের খুলনাস্থ অস্থায়ী কার্যালয়ে  “বিশ্ব শিক্ষক দিবস-২০২১”-এর প্রতিপাদ্য” শিক্ষার পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক “ও ২৯বৎসরের ননএমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক অভিশপ্ততার মুক্তি বিষয়ে ঘন্টা ব্যাপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের দায়িত্ব প্রাপ্ত সভাপতি  মোঃমনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বর্তমান বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে বেসরঃঅনার্স-মাস্টার্স শিক্ষকদের২৯বৎসরের ননmpoজীবনের অবসান প্রত্যাশা করেন। বক্তারা আরো বলেন,বর্তমান বাংলাদেশে বঙ্গবন্ধু তনয়ার প্রায়১২বছর  ক্ষমতায়নের পরও এই দাসপ্রথা সম ননএমপিও ব্যবস্থা শিক্ষা ক্ষেত্রে আর কোন ভাবেই চলমান থাকতে পারে না।  এ বিষয়ে উক্ত সংগঠনের সভাপতি মোঃমনিরুল ইসলাম (দায়িত্বপ্রাপ্ত) তাঁর  বক্তৃতায় বলেন,যে মমতাময়ী নেতৃত্বের ছায়াতলে ভীনদেশী রোহিঙ্গা মা নিরাপদ বোধ করেন,যে সাহসী নেতৃত্বের গুনে বিশ্বকে তাক লাগিয়ে পদ্মাসেতু সম্ভব, সেই দেশে ২৯বৎসরের বেতনহীন শিক্ষক জীবন কোনভাবেই  মেনে নেয়া যায় না!তিনি আজ এই শিক্ষক দিবসে এ বিষয়ে দ্রুতই  মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। সব শেষে’ বিশ্ব শিক্ষক দিবস-২০২১’পালনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয়  প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানে ও খুলনাস্থ অস্থায়ী  কার্যালয়ের অালোচনা সভাকে সফলতা দানে অংশগ্রহণকারী সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।উল্লেখ্য যে, উক্ত সভাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুম এ্যাপসের মাধ্যমেও শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Attachments area

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *