Type to search

বেলারুশকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি প্রত্যাখ্যান করলো মস্কো

আন্তর্জাতিক

বেলারুশকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি প্রত্যাখ্যান করলো মস্কো

অনলাইন ডেস্কঃ বেলারুশকে পর্যায়ক্রমে রাশিয়া নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেবে- প্রতিবেশী দেশের এমন দাবি ‘পুরোপুরি উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বেলারুশকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর আসন্ন মস্কো সফরেও এ বিষয়ে কোনো কথা হবে না।

পেসকভ আরো বলেন, বেলারুশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লুকাশেঙ্কোর আসন্ন মস্কো সফর অনুষ্ঠিত হবে কারণ এই দুই দেশের মধ্যে চমৎকার ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।

গত ৯ই আগস্ট বেলারুশে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পুনর্নির্বাচিত হন। কিন্তু বিরোধী দলগুলো এ ফলাফল মেনে নেয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের নির্বাচনের ফল মেনে নিয়ে লুকুাশেঙ্কোর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

অন্যদিকে বেলারুশের বিরোধীদলীয় নেতা আসুতকালা নিখাতুসকায়াকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ লিথুনিয়া । এছাড়া, লিথুনিয়া ও এস্তোনিয়া বেলারুশের প্রেসিডেন্টকে তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *