Type to search

বেনাপোলে ১৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ

যশোর

বেনাপোলে ১৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিচ এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান,গতকাল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ১৫ লাখ ১৬ হাজার ২শ’ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিচ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারীরা মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।