বেনাপোলে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক ইউপি সদস্য গ্রেপ্তার
রোববার দুপুরে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তার মোমিনুর রহমান (৪৫) শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের প্রয়াত সাইফুর রহমানের ছেলে তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, ‘কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছেন’-গোপন এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মোমিনকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, “মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র্যাব-৬ এর একটি প্রতিনিধি দল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। ”