বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগমের মৃত্যুতে ভোলা জেলা পুলিশ সুপারের শোক প্রকাশ
মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা প্রতিনিধি: ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল এর মাতা মালেকা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের “মাতা” মালেকা বেগম এর মৃত্যুতে মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।এক শোক বার্তায় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন ভোলার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের রত্নগর্ভা মাতা ছিলেন একজন পরহেজগার নারী। মহান রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেণ। আমিন