এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল আবার শুরু হয়েছে। চূড়ান্ত ট্রায়ালে এক অংশগ্রহণকারী অসুস্থ হওয়ায় গেলো ৯ সেপ্টেম্বর স্থগিত করা হয়েছিল ট্রায়ালটি।
ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে একদিনে ৩৫ হাজারের বেশি শনাক্ত আর প্রাণহানি আটশো ১৪। ফ্রান্সে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১০ হাজার; আর যুক্তরাজ্যে তিন হাজার; মেক্সিকোতে ৫ হাজার এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ৪১ জন আক্রান্ত হয়েছেন।