এবার বাংলাদেশের হোম ম্যাচ হচ্ছে এএফসি নির্ধারিত সেন্ট্রাল ভেন্যু কাতারে। টার্গেট পুরো পয়েন্ট আদায়। দোহায় সোমবার ম্যাচ শুরু রাত ৮টায়। অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন জেতার জন্যই খেলবে তার দল।
সেন্ট্রাল ভেন্যু কাতারে কয়েকদিনের অনুশীলনে কন্ডিশনের সাথে বেশ মানিয়ে নিয়েছে বাংলাদেশ দল। দোহায় হামাদ বিন সাদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে আত্মবিশ্বাসের সাথে পারফরমেন্সও দেখিয়েছে জেমি ডে’র ছেলেরা। সে ধারাবাহিকতা ধরে রেখে ভারতের বিপক্ষে পারফরমেন্সের টার্গেট বাংলাদেশ দলের।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ‘আমাদের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সাথে ম্যাচ মানেই বাড়তি একটা উত্তেজনা কাজ করে। তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আশা করি কাতারে যে বাংলাদেশি সমর্থকরা আছে তারা মাঠে খেলা দেখতে আসবে।’
ফিফা রেনকিংয়ে ১০৫তম অবস্থানে ভারত; ৭৯ ধাপ পিছিয়ে ১৮৪তম অবস্থান বাংলাদেশের। ফর্ম আর সামর্থ্যের দিক থেকে স্পষ্ট এগিয়ে সুনীল চেত্রির দল। যদিও নিজেদের সবশেষ ম্যাচে কাতারে তাদেরই বিপক্ষে ১-০ গোলে হারের খারাপলাগা নিয়েই বাংলাদেশের মুখোমুখি হবে দ্যা ব্লু টাইগার্স।
বাংলাদেশের কোচ জেমি ডে বলেন, ভারতের বিপক্ষে ম্যাচের অপেক্ষায় আছি আমরা, আফগানদের বিপক্ষে ড্র’তে আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। তবে এটাও জানি ম্যাচটা কঠিন হবে। ওরা আমাদের চেয়ে রেনকিয়ে প্রায় ৮০ ধাপ এগিয়ে আছে। ওদের বিপক্ষে পয়েন্ট পেতে হলে সেরাটাই খেলতে হবে।
আইলিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলা জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভূইয়া ভালোই জানেন ভারতের ট্যাকটিস, টেকনিক। ওদের ফরোয়ার্ড মানভির সিং, সুনীল চেত্রি আর ইশান পান্ডিতাদের নিয়েই হোমওয়ার্ক করেছে বাংলাদেশ দল। ফিফা বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে ছয় ম্যাচে দুই পয়েন্ট বেঙ্গল টাইগারদের।
বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের গ্রুপ ই’তে জয়হীন এখনো বাংলাদেশ, ভারত দুদলই। তিন ম্যাচে ড্র করে তিন পয়েন্ট সুনীল চেত্রিদের, দুই ম্যাচ ড্র করে দুই পয়েন্ট বাংলাদেশের। টেবিলের চারে ভারত, পাঁচে বাংলাদেশ। সূত্র, ডিবিসি নিউজ