
অপরাজেয় বাংলা ডেক্স
আজ রবিবার (৩রা জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলয়ে তিনি এ কথা বলেন।
সরকারি দল ভোট ডাকাতি করলে বিএনপি কেন আনুষ্ঠানিক অভিযোগ জানায় না, এমন প্রশ্ন তোলেন মন্ত্রী। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে হিন্দি সিনেমা দেখে আর মোবাইলে পুলিশের গতিবিধি লক্ষ্য রাখে বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন সরকারের দায়িত্বে থাকলে দলে স্বেচ্ছাচারিতা আসে কিনা এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, আজ সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করছি। তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতি আস্থাশীল ছিলেন, তিনি দলের জন্য অনেক কাজ করেছেন আমি আজ তাকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি।
পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অসুস্থ, তিনি আমার এলাকার মানুষ। তার দ্রুত আরোগ্য কামনা করছি।
সূত্র, DBC বাংলা